Skip to Content
Filters

author.name

ফাবিয়াহ্ মমো

ফাবিয়াহ্ মমো বিশ্বব্যাপী কোভিড-১৯ যখন মৃত্যুর ত্রাস ছড়াতে ব্যস্ত, তখন নিজেকে খুঁজে নিয়েছেন লেখালেখির স্বচ্ছ সুন্দর সাহিত্যের মাঝে। শব্দ, বাক্য, গল্প সাজিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে স্বল্প সময়ে তিনি অর্জন করেছেন পাঠকের ব্যাপক র পরিসরের ভালোবাসা 'ফাবিয়াহ্ মমো' নামে রিচিতি পেয়েছেন বেড়ে ওঠা ঢাকাসংলগ্ন ব্যন্ত শহর নারায়ণগঞ্জ জেলায়। পৈতৃক আবাস ময়মনসিংহ বিভাগের জামালপুরে। পড়াশোনার পাশাপাশি জড়িত আছেন বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে অধ্যয়নরত। নিজেকে তিনি খুঁজে পান কল্পনার অক্ষরে ফুটে ওঠা প্রতিটি শব্দালংকারে, পাঠকের ভালোবাসায় উদ্বুদ্ধ হন লেখালেখির জগতে অগ্রসর হতে।

Books by the Author