Skip to Content
Filters

author.name

বিক্রম সম্পত

বিক্রম সম্পতের জন্ম এবং প্রাথমিক শিক্ষা বেঙ্গালুরুতে। এরপর তিনি ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং পাশ করে অঙ্কে মাস্টার্স করেন বিআইটিএস পিলানি থেকে এবং এর পরই ফিনান্সে এমবিএ করেন মুম্বইয়ের এস পি জৈন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ থেকে। তিনি জিই মানি এবং সিটি ব্যাঙ্কের মতাে বেশ কয়েকটি প্রথম সারির বহুজাতিক সংস্থায় কাজ করেছেন এবং বর্তমানে বেঙ্গালুরুর একটি বিখ্যাত সফটওয়্যার কোম্পানির প্রজেক্ট ম্যানেজার। তার প্রথম বই, সপ্লেন্ডারস অফ রয়্যাল মাইসাের: দ্য আনটোল্ড স্টোরি অফ ওয়াদেইয়ারস সারা ভারতে প্রভূত প্রশংসিত হয়। এই বইটি ২০০৮ সালে ‘ক্রসওয়ার্ডভােডাফোন বুক অফ দ্য ইয়ার’-এ ননফিকশন তালিকায় মনােনয়ন লাভ করে। দ্য হিন্দু, ডেকান হেরাল্ড, বাঙ্গালাের মিরর এবং জেট উইংসের মতাে প্রথম সারির। ভারতীয় পত্রিকায় বিক্রম নিয়মিত লেখেন। তিনি কর্নাটিক শাস্ত্রীয় কণ্ঠসংগীতের একজন মনােগ্রাহী ছাত্র এবং বহু বিখ্যাত শিল্পীর কাছে প্রশিক্ষণ নিয়েছেন। ইতিহাস, সংগীত, কলা এবং সংস্কৃতির প্রতি তাঁর আন্তরিক আকর্ষণ রয়েছে। লেখক এবং তার বইয়ের সম্পর্কে বিশদে জানতে লগ অন করুন নিম্নলিখিত ওয়েবসাইটে : www.vikramsampath.com