বিমল দে
বিমল দে একজন বিখ্যাত ভ্রমণপিপাসু বাঙালি মানুষ, রামনাথ বিশ্বাস এবং বিমল মুখার্জী এর মতোন যারা তার আগে গোটা পৃথিবী বাই-সাইকেলে চেপে ঘুরেছেন। তার মহাকাব্য যাত্রার সময়কাল ছিল ১৯৬৮ থেকে ১৯৭২ সাল অবধি। তিনি কলকাতার রাজভবন থেকে মাত্র ১৬ টাকা পকেটে নিয়ে। কিন্তু তিনি সকল বাধাকে সরিয়ে তার বীরত্বপুর্ণ কৃপণতাকে বজায় রেখেছিলেন। পরবর্তিকালে তার ভ্রমণ ডায়েরি থেকে যা তথ্য পাওয়া যায় তা দিয়ে একটি বই প্রকাশ হয় যার নাম হল সুদূরের পিয়াসী।