Skip to Content
Filters

author.name

মনজুরুল আহসান বুলবুল

মনজুরুল আহসান বুলবুল পেশাদার সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসানের জন্ম ১৯৫৮ সনের ৫ ডিসেম্বর, শেরপুর জেলার নালিতাবাড়ীতে। কাজ করেছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়, নবিশ থেকে সর্বোচ্চ পদে। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতােকোত্তর। আইনে স্নাতক। সাংবাদিকতায় ডিপ্লোমা, জার্মানির ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব জার্নালিজম থেকে। গণতন্ত্র ও সাংবাদিকতা বিষয়ে বিশেষ শিক্ষণ সুইডেনের কালমার। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর ফারদার এডুকেশন (ফয়াে) থেকে। দেশে-বিদেশে সাংবাদিকতায় শিক্ষণ ও প্রশিক্ষণ। বাংলা একাডেমির সম্মানিত ফেলাে, জেফারসন ফেলাে- ইস্ট ওয়েস্ট সেন্টার, হাওয়াই, যুক্তরাষ্ট্র। সাংবাদিকতায় বিশ্বের সবচাইতে বড় পুরস্কার গুইরিমাে ক্যানাে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড-এর ইন্টারন্যাশনাল জুরি বাের্ডের চেয়ারম্যান ও জুরি, ইউনেস্কো। ইন্টারন্যাশনাল প্রেস। ইন্সটিটিউটের (আইপিআই), কো-চেয়ারম্যান। দৈনিক সংবাদ দিয়ে তার পেশাগত জীবনের মূল অধ্যায়ের সূচনা। যুগান্তর এর প্রতিষ্ঠাতা বার্তা সম্পাদক। শীর্ষ পদে নেতৃত্ব দিয়েছেন একুশে টেলিভিশন, এটিএন বাংলা এবং বৈশাখী টেলিভিশনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযােগাযােগ ও সাংবাদিকতা। বিভাগে আমন্ত্রিত পরীক্ষক এবং অতিথি শিক্ষক। সাংবাদিকতায় অবদানের জন্য তিনি সার্টিফিকেট অব মেরিট পেয়েছেন জাপানের ফরেন করেসপন্ডেন্ট ক্লাব (এফসিসিজে) থেকে, কলকাতা থেকে পেয়েছেন। অন্নদা শংকর স্বর্ণপদক। এছাড়াও আরাে অসংখ্য পুরস্কার পেয়েছেন।