মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান একজন তরুণ পেশাদার সাংবাদিক। তিনি ১৯৭০ সালের ১৬ সেপ্টেম্বর (দাপ্তরিক- ৩১ আগস্ট ১৯৭৩) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন চুন্টা ইউনিয়নের লােপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী ইমাম উদ্দিন এবং মা জোবেদা খাতুন। লােপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষা জীবন শুরু; এরপর চুন্টা। এ সি একাডেমী উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এবং ঢাকা কলেজে পড়াশােনা করেছেন তিনি। শৈশব থেকেই তিনি লেখালেখির সাথে জড়িত এবং তার বেশ কিছু উপন্যাস প্রকাশিত হয়েছে। ছাত্রাবস্থায় ৯০ দশকের শুরুর দিকে দৈনিক সংবাদ’র মাধ্যমে সাংবাদিকতায় তার হাতেখড়ি। এরপর থেকে তিনি বাংলার বাণী, জনকণ্ঠ, রূপালী, লালসবুজসহ বেশ কয়েকটি পত্রিকা, সংবাদ সংস্থা ও অনলাইনে অত্যন্ত সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন। পেশাগত জীবনে তিনি একাধিক বার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী কমিটিতে ছিলেন। কাজ পাগল এই মানুষটি রিপাের্টি, এডিটিংসহ গণমাধ্যমের সব বিভাগে সমানতালে দক্ষ ও দায়িত্ব পালনে পারদর্শী। বর্তমানে তিনি অল-বাংলানিউজ ডটকম নিউজপাের্টাল’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।