Skip to Content
Filters

author.name

মেজর তারিকুল ইসলাম মজুমদার (অব.)

মেজর তারিকুল ইসলাম মজুমদার পিএসসিজি, এমডিএস, এমএমসি (অবঃ) ১৯৫৯ সালে কুমিল্লা ও সোনামুড়ার সীমান্ত গ্রাম দুর্গাপুরে জন্ম লাভ করেন। শৈশবের লেখাপড়া দুর্গাপুর স্কুলেই শুরু করেন। তাঁর পিতা আলহাজ আবদুর রহমান মজুমদার ১৯৩২ সালে এন্ট্রাস পরীক্ষায় পাশ করে কিছুদিন ত্রিপুরা রাজের অধীনে ভূমি অফিসে চাকুরি করেন। পবর্তীতে আবদুর রহমান মজুমদার ১৯৩৯ সালের সেপ্টেম্বর মাসের ০১ তারিখে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ নেভিতে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে তিনি সোনামুড়া নিজ বাড়িতে ফিরে এসে আইন পেশায় যোগদান করেন। জনাব আবদুর রহমানের পিতা ছিলেন তৎকালীন ত্রিপুরা রাজের অধীনে সোনামুড়া থানার দারোগা। তাঁর বগারবাসা ও কাঁকড়াবনে বিশাল তালুক ছিল। লেখকের মাতা আফিয়া খাতুন কুলুবাড়ির চাঁন মিয়া ও আরফান বেগমের সন্তান। আফিয়া খাতুনের বড়ো ভাই আরবের রহমান ছিলেন ত্রিপুরার কৃষি ও বনজ সম্পদ মন্ত্রী। লেখকের পিতা জনাব আবদুর রহমান মজুমদার ১৯৬৪ সালে বদলি হয়ে কুমিল্লা জিলার বরুড়া থানার ডুমুরিয়া গ্রামে চলে আসেন। এসব বদলির প্রেক্ষাপট লেখক এই ইতিহাসে লিপিবদ্ধ করেছেন। শুরু হয় লেখক ও তার পরিবারের দ্বিতীয় অধ্যায়। এখানেই তিনি ১৯৭৬ সালে মুদাফ্ফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৮ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তারপর তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজেই অর্থনীতিতে অনার্স এ অধ্যয়ন করেন। তারপর ১৯৮১ সালে সেনাবাহিনীতে ৮ম বিএমএ লং কোর্সে অংশগ্রহণ করেন এবং ১৯৮৩ সালে সাফল্যের সহিত প্রশিক্ষণ সমাপ্ত করে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার হিসাবে যোগদান করেন।