Skip to Content
ত্রিপুরায় চাডিগাঁইয়া মুসলমানদের ইতিহাস

Price:

1,500.00 ৳


Atomic Habits by James Clear
Atomic Habits by James Clear
1,618.20 ৳
1,798.00 ৳ (10% OFF)
Hercule Poirot : The Complete Short Stories
Hercule Poirot : The Complete Short Stories
2,100.00 ৳
2,100.00 ৳

ত্রিপুরায় চাডিগাঁইয়া মুসলমানদের ইতিহাস

https://pathakshamabesh.com/web/image/product.template/2162/image_1920?unique=03c029b

1,500.00 ৳ 1500.0 BDT 1,500.00 ৳

Not Available For Sale


This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days

 Delivery Charge (Based on Location & Book Weight)

 Inside Dhaka City: Starts from Tk. 70 (Based on book weight)

 Outside Dhaka (Anywhere in Bangladesh): Starts from Tk. 150 (Weight-wise calculation applies)

 International Delivery: Charges vary by country and book weight — will be informed after order confirmation.

 3 Days Happy ReturnChange of mind is not applicable

 Multiple Payment Methods

Credit/Debit Card, bKash, Rocket, Nagad, and Cash on Delivery also available. 

হতে পারে এটাই ত্রিপুরা ও কুমিল্লায় বসবাসকারী চট্টগ্রামী সম্পদায়ের প্রথম ইতিহাসের বই। এ সম্পর্কে ‘নিবিড় সম্পর্কিত’ কোন বই আমি বাজারে খুঁজে পাইনি। আর তাই ‘কাছাকাছি সম্পর্কিত’ বইতে উদ্ধৃত করা অনেক গুরুত্বপূর্ন তথ্য সংগ্রহ করে, স্বজনদের মৌখিক বিবৃতি থেকে এবং এসব তথ্যের সঙ্গে সম্পর্কিত উপাথ্য থেকে এ বই সাজানো হয়েছে। আমি আমার বইতে ব্যবহৃত সকল প্রাথমিক (চৎরসধৎু), দ্বিতীয় (ঝবপড়হফধৎু) এবং তৃতীয় (ঞবৎঃরধৎু) সকল উৎসের লেখক ও মৌখিক বিবৃতি প্রদানকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের দেওয়া তথ্য উপাথ্য ছাড়া এ বই লেখা সম্ভব ছিল না। স্বজন মুসলমানদের ইতিহাস বিচ্ছিন্ন কোন ইতিহাস নয়। আর তাই যেখানে যা পেয়েছি তাই স্বজনদের সঙ্গে সম্পর্ক নির্ণয় করে এ বই সাজানোর চেষ্টা করেছি। মোটা দাগে বলতে গেলে তৎকালীন ভারতীয় উপমহাদেশের মুসলমানদের ইতিহাসই স্বজনদের ইতিহাস। এটা প্রথম বই, আরো সঠিক ভাবে বলতে গেলে, প্রথম ড্রাফট, তাই সঙ্গত কারণেই অনেক গ্যাপ থাকবে। এটা ক্ষমাসুন্দর দৃষ্টি দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। আমার প্রায় চার বছর সময় লেগেছে এমন একটি ড্রাফট তৈরি করতে। তার কারণ দুর্ভাগ্যবশত কয়েকশ বছর আগেই কোনো এক সময় স্বজনদের ইতিহাস পুরোপুরি থেমে গিয়েছিল। কেউ কিছু বলতে পারছিল না। এমনও আছে যারা তাদের পূর্বপুরুষদের নামও বলতে পারেননি, কিংবা অনুমান করে বলেছেন। সবাই নিজেদের বলছেন ‘চাটিগাঁইয়া’ বা ‘চাডিগাইয়া’, কিন্তু চট্টগ্রামের কোথায় আদি নিবাস ছিল কেউ বলতে পারেননি। আমি বলছি, আমরা শমসের গাজীর আমলে খণ্ডলে বাস করেছি, কিন্তু খণ্ডল তথা ছাগলনাইয়াতে আমাদের কোন আত্মীয় আছেন কি না তা বের করতে পারিনি। আমি পাঠকদের বলব এই বই কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায় নিয়ে লিখলেও পুরো ভারতবর্ষের মুসলমানদের ইতিহাস পাবেন, ত্রিপুরার ইতিহাস পাবেন। অনেক মজার মজার তথ্য সংগ্রহ করে উপস্থাপন করা হয়েছে। আশা করি পড়তে পড়তে মজা পাবেন। দয়া করে ধীরে ধীরে পড়ুন। একদিনে শেষ করার দরকার নেই। যেখানে অসংগতি পাবেন, নোট করুন। আমাদের বলুন। আশা করি আমি কিংবা আমাদের উত্তরসূরিরা তা ঠিক করে দিবেন। স্বজনদের অনেক নাম আছে। কেউ বলেন চাটগাইয়া, কেউ বলেন চাটিগাঁইয়া, কেউ বলেন চট্টগ্রামী সম্প্রদায়, আর আমরা আমাদের স্থানীয়ভাবে বলি ‘চাডিগাঁইয়া’। সর্বশেষ আমরা নিজেদের ‘স্বজন’ নামে ডাকা শুরু করেছি। আর তাই এ বইতে সকল নামেই ডেকেছি। স্বজন কল্যাণ সংস্থা, কুমিল্লার উদ্যোগে এই বই প্রকাশিত হচ্ছে। তাদের বিশেষ আগ্রহ ও উৎসাহের ফলেই আমি বই কাজ হাতে নিতে সমর্থ হয়েছি। চাডিগাঁইয়া সম্প্রদায়ের সকল সদস্য এই প্রজেক্ট হাতে নিতে আমাকে উৎসাহিত করেছে। তারা বিভিন্ন সময়ে তাদের মৌখিক ও লিখিত বিবৃতি দিয়ে ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। বইটি প্রকাশের ক্ষেত্রে স্বজন কল্যাণ সংঘের নেতৃবৃন্দ্ব বিশেষ করে জাহাঙ্গীর হোসেন মজুমদার, ডাঃ মুজিবুর রহমান, ডাঃ আব্দুস সাত্তার ও অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ ভূমিকা রেখেছেন।” আমি প্রকাশনা সংস্থা সপ্তর্ষি’র স্বত্বাধিকারী জনাব শিবু ওঝার প্রতি খুবই কৃতজ্ঞ। তাঁর আগ্রহ ও অক্লান্ত পরিশ্রমেই ফলেই এই বিশাল বইটি আলোর মুখ দেখতে সমর্থ হয়েছে। তারিকুল ইসলাম মজুমদার

মেজর তারিকুল ইসলাম মজুমদার (অব.)

মেজর তারিকুল ইসলাম মজুমদার পিএসসিজি, এমডিএস, এমএমসি (অবঃ) ১৯৫৯ সালে কুমিল্লা ও সোনামুড়ার সীমান্ত গ্রাম দুর্গাপুরে জন্ম লাভ করেন। শৈশবের লেখাপড়া দুর্গাপুর স্কুলেই শুরু করেন। তাঁর পিতা আলহাজ আবদুর রহমান মজুমদার ১৯৩২ সালে এন্ট্রাস পরীক্ষায় পাশ করে কিছুদিন ত্রিপুরা রাজের অধীনে ভূমি অফিসে চাকুরি করেন। পবর্তীতে আবদুর রহমান মজুমদার ১৯৩৯ সালের সেপ্টেম্বর মাসের ০১ তারিখে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ নেভিতে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে তিনি সোনামুড়া নিজ বাড়িতে ফিরে এসে আইন পেশায় যোগদান করেন। জনাব আবদুর রহমানের পিতা ছিলেন তৎকালীন ত্রিপুরা রাজের অধীনে সোনামুড়া থানার দারোগা। তাঁর বগারবাসা ও কাঁকড়াবনে বিশাল তালুক ছিল। লেখকের মাতা আফিয়া খাতুন কুলুবাড়ির চাঁন মিয়া ও আরফান বেগমের সন্তান। আফিয়া খাতুনের বড়ো ভাই আরবের রহমান ছিলেন ত্রিপুরার কৃষি ও বনজ সম্পদ মন্ত্রী। লেখকের পিতা জনাব আবদুর রহমান মজুমদার ১৯৬৪ সালে বদলি হয়ে কুমিল্লা জিলার বরুড়া থানার ডুমুরিয়া গ্রামে চলে আসেন। এসব বদলির প্রেক্ষাপট লেখক এই ইতিহাসে লিপিবদ্ধ করেছেন। শুরু হয় লেখক ও তার পরিবারের দ্বিতীয় অধ্যায়। এখানেই তিনি ১৯৭৬ সালে মুদাফ্ফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৮ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তারপর তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজেই অর্থনীতিতে অনার্স এ অধ্যয়ন করেন। তারপর ১৯৮১ সালে সেনাবাহিনীতে ৮ম বিএমএ লং কোর্সে অংশগ্রহণ করেন এবং ১৯৮৩ সালে সাফল্যের সহিত প্রশিক্ষণ সমাপ্ত করে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার হিসাবে যোগদান করেন।

Title

ত্রিপুরায় চাডিগাঁইয়া মুসলমানদের ইতিহাস

Author

মেজর তারিকুল ইসলাম মজুমদার (অব.)

Publisher

Saptarshi

Number of Pages

424

Language

Bengali / বাংলা

Category

  • History
  • First Published

    FEB 2025

    হতে পারে এটাই ত্রিপুরা ও কুমিল্লায় বসবাসকারী চট্টগ্রামী সম্পদায়ের প্রথম ইতিহাসের বই। এ সম্পর্কে ‘নিবিড় সম্পর্কিত’ কোন বই আমি বাজারে খুঁজে পাইনি। আর তাই ‘কাছাকাছি সম্পর্কিত’ বইতে উদ্ধৃত করা অনেক গুরুত্বপূর্ন তথ্য সংগ্রহ করে, স্বজনদের মৌখিক বিবৃতি থেকে এবং এসব তথ্যের সঙ্গে সম্পর্কিত উপাথ্য থেকে এ বই সাজানো হয়েছে। আমি আমার বইতে ব্যবহৃত সকল প্রাথমিক (চৎরসধৎু), দ্বিতীয় (ঝবপড়হফধৎু) এবং তৃতীয় (ঞবৎঃরধৎু) সকল উৎসের লেখক ও মৌখিক বিবৃতি প্রদানকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের দেওয়া তথ্য উপাথ্য ছাড়া এ বই লেখা সম্ভব ছিল না। স্বজন মুসলমানদের ইতিহাস বিচ্ছিন্ন কোন ইতিহাস নয়। আর তাই যেখানে যা পেয়েছি তাই স্বজনদের সঙ্গে সম্পর্ক নির্ণয় করে এ বই সাজানোর চেষ্টা করেছি। মোটা দাগে বলতে গেলে তৎকালীন ভারতীয় উপমহাদেশের মুসলমানদের ইতিহাসই স্বজনদের ইতিহাস। এটা প্রথম বই, আরো সঠিক ভাবে বলতে গেলে, প্রথম ড্রাফট, তাই সঙ্গত কারণেই অনেক গ্যাপ থাকবে। এটা ক্ষমাসুন্দর দৃষ্টি দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। আমার প্রায় চার বছর সময় লেগেছে এমন একটি ড্রাফট তৈরি করতে। তার কারণ দুর্ভাগ্যবশত কয়েকশ বছর আগেই কোনো এক সময় স্বজনদের ইতিহাস পুরোপুরি থেমে গিয়েছিল। কেউ কিছু বলতে পারছিল না। এমনও আছে যারা তাদের পূর্বপুরুষদের নামও বলতে পারেননি, কিংবা অনুমান করে বলেছেন। সবাই নিজেদের বলছেন ‘চাটিগাঁইয়া’ বা ‘চাডিগাইয়া’, কিন্তু চট্টগ্রামের কোথায় আদি নিবাস ছিল কেউ বলতে পারেননি। আমি বলছি, আমরা শমসের গাজীর আমলে খণ্ডলে বাস করেছি, কিন্তু খণ্ডল তথা ছাগলনাইয়াতে আমাদের কোন আত্মীয় আছেন কি না তা বের করতে পারিনি। আমি পাঠকদের বলব এই বই কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায় নিয়ে লিখলেও পুরো ভারতবর্ষের মুসলমানদের ইতিহাস পাবেন, ত্রিপুরার ইতিহাস পাবেন। অনেক মজার মজার তথ্য সংগ্রহ করে উপস্থাপন করা হয়েছে। আশা করি পড়তে পড়তে মজা পাবেন। দয়া করে ধীরে ধীরে পড়ুন। একদিনে শেষ করার দরকার নেই। যেখানে অসংগতি পাবেন, নোট করুন। আমাদের বলুন। আশা করি আমি কিংবা আমাদের উত্তরসূরিরা তা ঠিক করে দিবেন। স্বজনদের অনেক নাম আছে। কেউ বলেন চাটগাইয়া, কেউ বলেন চাটিগাঁইয়া, কেউ বলেন চট্টগ্রামী সম্প্রদায়, আর আমরা আমাদের স্থানীয়ভাবে বলি ‘চাডিগাঁইয়া’। সর্বশেষ আমরা নিজেদের ‘স্বজন’ নামে ডাকা শুরু করেছি। আর তাই এ বইতে সকল নামেই ডেকেছি। স্বজন কল্যাণ সংস্থা, কুমিল্লার উদ্যোগে এই বই প্রকাশিত হচ্ছে। তাদের বিশেষ আগ্রহ ও উৎসাহের ফলেই আমি বই কাজ হাতে নিতে সমর্থ হয়েছি। চাডিগাঁইয়া সম্প্রদায়ের সকল সদস্য এই প্রজেক্ট হাতে নিতে আমাকে উৎসাহিত করেছে। তারা বিভিন্ন সময়ে তাদের মৌখিক ও লিখিত বিবৃতি দিয়ে ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। বইটি প্রকাশের ক্ষেত্রে স্বজন কল্যাণ সংঘের নেতৃবৃন্দ্ব বিশেষ করে জাহাঙ্গীর হোসেন মজুমদার, ডাঃ মুজিবুর রহমান, ডাঃ আব্দুস সাত্তার ও অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ ভূমিকা রেখেছেন।” আমি প্রকাশনা সংস্থা সপ্তর্ষি’র স্বত্বাধিকারী জনাব শিবু ওঝার প্রতি খুবই কৃতজ্ঞ। তাঁর আগ্রহ ও অক্লান্ত পরিশ্রমেই ফলেই এই বিশাল বইটি আলোর মুখ দেখতে সমর্থ হয়েছে। তারিকুল ইসলাম মজুমদার
    No Specifications