মো. আবদুল হাকিম
মো. আবদুল হাকিম জন্ম ১৯৫৭ সালের ৩১ ডিসেম্বর ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায়। শিক্ষা জীবন কেটেছে মুক্তাগাছা, ময়মনসিংহ ও ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এম.এসসি. ডিগ্রী অর্জনের পর ১৯৮১ সালে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ন্ত্রণাধীন কাস্টমস এন্ড এক্সাইজ বিভাগের কর্মকর্তা হিসেবে তৎকালীন ঢাকা কালেক্টরেটে চাকুরিতে যোগদান করেন। চাকুরি জীবনে তিনি বাংলাদেশের বিভিন্ন কাস্টম হাউস, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডের অধিক্ষেত্রাধীন বিভিন্ন দপ্তরে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি কাস্টমস ও ভ্যাট সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিভাগীয় প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও World Customs Organization (WCO), Brussels পরিচালিত “Harmonized System of Classification”, যুক্তরাষ্ট্রের “U.S. Department of the Treasury” কর্তৃক পরিচালিত “Basic Financial Investigative Techniques" এবং সিঙ্গাপুরে অনুষ্ঠিত “Customs Valuation” সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া তিনি আইন শাস্ত্রে এলএল.বি ডিগ্রী অর্জন করেন। মো. আবদুল হাকিম সহকারী কমিশনার হিসেবে বিভিন্ন কাস্টম হাউসে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৭ সালে সরকারি চাকুরি হতে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি কাস্টমস ও ভ্যাট পরামর্শক হিসেবে কর্মরত আছেন।