Skip to Content
Filters

author.name

মিনার মাসুদ

মিনার মাসুদ পড়াশোনা করেছেন মাল্টিমিডিয়া সিস্টেমস এন্ড এ্যাপ্লিকেশন নিয়ে। ছাত্র জীবন থেকেই যুক্ত আছেন লেখালেখি আর সংবাদ মাধ্যমের সাথে, গবেষণা করছেন মুক্তিযুদ্ধের বিষয় ‘গণকবর, বধ্যভ‚মি ও প্রতিরোধ যুদ্ধ নিয়ে’। কাজ করেন ভিজুয়্যাল মিডিয়া ও মিডিয়া ম্যাটেরিয়াল ডেভলপমেন্টে। ভার্চুয়াল রিয়ালিটি এবং প্রতড়বতত্ত¡ নিয়ে গবেষণার পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালে য় খন্ডকালীন শিক্ষকতা করছেন। আর্কিওলজিতে টেকনোলজি হচ্ছে তার বর্তমান প্রকল্প। ভিআর প্রযুক্তি ব্যবহার করে প্রতড়বতাত্তি¡ক প্রদর্শণীকে তিনি প্রাধান্য দিয়েছেন পর্যটক ও শিক্ষার্থীদের জন্য। তার প্রতড়বতাত্তি¡ক থ্রি-ডি কাজের মধ্যে রয়েছে খলিফাতাবাদ, সোমপুরা মহাবিহারা, কান্তজিউর মন্দির, লালবাগের কেল্লা, পানাম নগরী, মহাস্থান গড়, উয়ারি বটেশ্বর, নাটেশ্বর, বড় কাটারা, ছোট কাটারা, ভিতর গড় ইত্যাদি। প্রতড়বতত্ত¡ বিষয়ে ইতোমধ্যে তার দুটি রচনা বিদেশের জার্নালে প্রকাশ ও ব্যপক প্রশংসিত হয়েছে। ইতোমধ্যে তার প্রকাশিত বই সমূহের মধ্যে- মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল, মহানায়কের মহাকাব্য, কেন তিনি জাতির পিতা, মমতাময়ী, ঝালকাঠিতে বঙ্গবন্ধু, শ্যামনগরের জয়ীতা, প্রতড়বতত্তে¡র শিশুপাঠ, পতিতা চেনা যায়-পতিত চেনা দায়, ব্র্যাক মোহনায় কিছুটা সময়, এক পুলিশের রাত-দিন, প্রসবিনী-১, ও বিশ ঐতিহ্যের অংশ বাংলাদেমের জামদানি উল্লেখযোগ্য।