Skip to Content
Filters

author.name

Rezauddin Stalin

রেজাউদ্দিন স্টালিন জন্ম ২২ নভেম্বর ১৯৬২, বৃহত্তর যশোর জেলার নলভাঙা গ্রামে। পিতা শেখ বোরহানউদ্দিন আহমেদ। মাতা রেবেকা সুলতানা। কাব্যগ্রন্থ সংখ্যা ৪০, স্বকণ্ঠ আবৃত্তি ৩টি ক্যাসেট। প্রদীপ ঘোষের কণ্ঠে ‘আবার একদিন বৃষ্টি হবে’ শীর্ষক অ্যালবাম। রবীন্দ্রনাথ আরোগ্য, নির্বাসিত তারুণ্য, কাঠ কয়লায় লেখা, দিব্য চোখে দেখছি এবং ডাকঘর শিরোনামে প্রবন্ধগ্রন্থ। শিশুতোষ গ্রন্থ হাঁটতে থাকো, শৈশব এবং জলচাষি। সাক্ষাৎকার গ্রন্থ প্রশ্নের পুরাণ, একুশ প্রশ্ন এক উত্তর ও দুঃসময়ের ইউলিসিস। বইপড়া, সিনেমা দেখা, আড্ডা দেয়া এবং আরামপ্রদ ভ্রমণের শখ। দেখেছেন ভারতবর্ষ, আমেরিকা, নেপাল ও চীন। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে বাংলা একাডেমি, মাইকেল মধুসূদন, খুলনা রাইটার্স ক্লাব, ধারা সামাজিক সাংস্কৃতিক পুরস্কার, দার্জিলিং নাট্যচক্র পুরস্কার, পশ্চিমবঙ্গের সব্যসাচী পুরস্কার, রংপুর বজ্রকথা পুরস্কার, অগ্নিবীণা পুরস্কার, ঢাকা সিটি কর্পোরেশন পুরস্কার। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ও তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া সম্মাননা, লসএঞ্জেলেস বাদাম সম্মাননাসহ আরো বহু পুরস্কার।