Skip to Content
Filters

author.name

Mihirkanti Choudhury

মিহিরকান্তি চৌধুরী ১৯৫৭ সালের ২ অক্টোবর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা নিবারণচন্দ্র চৌধুরী একজন প্রথিতযশা চিকিৎসক ছিলেন আর মাতা সন্ধ্যারানী চৌধুরী ছিলেন গৃহিনী। বর্তমানে তারা উভয়েই প্রয়াত।। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৮৪ সালে সিলেট নগরীতে চালু করেন ইংরেজি ভাষাশিক্ষা প্রতিষ্ঠান একাডেমি অব টু আর। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের পরিচালক। সমাজের নানা অসঙ্গতি তাকে লেখালেখির প্রতি আকৃষ্ট করলেও সাহিত্য, ইতিহাস এবং দর্শন-ই বর্তমানে তার চর্চার বিষয়। ইংরেজি ভাষায় লেখা ‘দ্য অরিয়েন্টাল সান’ (২০০১) পাঠকমহলে হয়েছে ব্যাপক সমাদৃত। রবীন্দ্রপ্রেমী হিসেবেও মিহিরকান্তি চৌধুরীর রয়েছে বিশেষ সুখ্যাতি। বইমেলা ২০১০-এ প্রকাশিত হয়েছে তার ‘হােনটিং রেজ: টেগাের মিসালেনী।