Skip to Content
Filters

author.name

মোহাম্মদ হাসান শরীফ

মোহাম্মদ হাসান শরীফ পেশায় সাংবাদিক। জন্ম ঢাকায়। পড়াশােনা পরিসংখ্যানে। পেশাগত প্রয়ােজনে লেখালেখি ও অনুবাদে হাত দেওয়া। ঝোক ইতিহাসে, বিশেষ করে মােগলদের প্রতি। ইতােমধ্যেই বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। প্রথম গ্রন্থ মােগল সাম্রাজ্যের খণ্ডচিত্র। প্রকাশিত হয়েছিল ২০০৪ সালে। কয়েকটি অনুবাদ গ্রন্থও প্রকাশিত হয়েছে।