Abdullah Al Mamun (Teacher)
আব্দুল্লাহ আল মামুন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি s@ifur's সহ দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে দীর্ঘ সময় ধরে সিনিয়র Faculty member হিসেবে কাজ করেছেন। বন্ধুসুলভ আচরণ এবং অত্যন্ত সহজভাবে পাঠদানের জন্য মামুন স্যার শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ইংরেজি শিক্ষক হিসেবে পরিচিত। তিনি সম্পূর্ণ গতানুগতিক ধারার বাইরে অনলাইনে ইংরেজি শেখার জনপ্রিয় প্ল্যাটফর্ম "Crazy English centre" এর প্রতিষ্ঠাতা এবং স্বত্বাধিকারী।