Skip to Content
Filters

author.name

Abul Bashar (Journalist)

আবুল বাসার পেশায় সাংবাদিক। শুধু বিজ্ঞান নয়, শিশু-কিশোর লেখক ও অনুবাদক হিসেবে ইতিমধ্যেই মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। তুমুল জনপ্রিয় কিশোর আলোর সম্পাদনা বিভাগে দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে। বর্তমানে দেশের প্রধান বিজ্ঞান ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত। পড়াশোনা করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। এরপর দেশের স্বনামধন্য গণমাধ্যমে নিষ্ঠার সাথে কাজ করেছেন। ভালোবাসেন বই পড়তে, আড্ডা দিতে, গান শুনতে। প্রকৃতি আর ইতিহাসেও দারুণ আগ্রহ। স্ত্রী শারমীন আফরোজ আর একমাত্র সন্তান নীলকে নিয়ে তাঁর সংসার।