Ahsan Habib (Cartoonist)
আহসান হাবীব মূলত কার্টুনিস্ট। লিখতে লিখতে লেখক হয়ে উঠেছেন বলা যায় । তার পছন্দের বিষয় রম্য। জোকস তার হবি। পাশাপাশি অন্যান্য বিষয়েও লিখে থাকেন। ইদানিং গ্রাফিক নভেল লিখতে বা আঁকতে বেশি আগ্রহী হয়ে উঠেছেন। বলে মনে হচ্ছে। কাকতলিয়ভাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনােলজি ডিপার্টমেন্টে ‘ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে গ্রাফিক নভেল। পড়ান। তার ভবিষ্যত পরিকল্পনা অন্তত একটি এ্যানিমেশন মুভি তৈরী করা।