Badiur Rahman
বদিউর রহমান একজন বাংলাদেশি কলামলেখক, এবং সাবেক সচিব। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেন। তার আত্মজীবনীতে একজন বিতর্কিত কাস্টম কর্মচারী এবং তৎকালীন চট্টগ্রাম বন্দরের যুগ্ম কমিশনার মতিউর রহমানকে চট্টগ্রাম থেকে রাজশাহীতে নিয়মিত বদলির প্রস্তাব করার কথা লিখেছেন। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, মেজর জেনারেল সিনা ইবনে জামালী এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল মঈন উ আহমেদ এই বদলি ঠেকাতে তদবির করেছিলেন।যদিও তিনি তা প্রত্যাখ্যান করেন। ২০০৭ সালে রহমানকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে[ এবং মতিউর রহমানকে আবার চট্টগ্রাম বন্দরে বদলি করা হয়। তিনি বাংলাদেশে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নীতি প্রস্তাবের সাথেও দ্বিমত পোষণ করেছিলেন। ২০০৭ সালে তিনি সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তাকে বিশেষ দায়িত্বে একজন কর্মকর্তা করা হয় এবং এক মাসের ছুটিতে পাঠানো হয়। ২০২১ সালে তিনি ডোমুরুয়া থেকে সচিবালয় নামে একটি আত্মজীবনী প্রকাশ করেন। এছাড়াও সরকারি চাকরিতে আমার অনুভূতিসমগ্র নামে তিনি একটি বই লিখেছেন। তিনি প্রশাসন ও সরকার বিষয়ে পত্র-পত্রিকায় কলাম লিখেন।