Skip to Content
Filters

author.name

Dr. Mohammad Kaykobad

ড. মোহাম্মদ কায়কোবাদ Dr. Muhammad Kaykobad ১৯৫৪ সালের ১ মে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আনিছউদ্দিন আহমেদ এবং মাতা সাহেরা খাতুন। তিনি ফিন্ডার্স ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড এবং কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার আন্দোলনে তিনি অত্যন্ত উৎসাহী একজন কমী । তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে পরপর ছয়বার অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি আয়োজিত প্রোগ্রামিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছেন। ২০০২ সালে তিনি সেখানে সর্বশ্রেষ্ঠ কোচ হিসেবে পুরস্কৃত হন। ড. কায়কোবাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। তার স্ত্রী সালেহা সুলতানা এবং তিনি দুই ছেলের জনক।

Books by the Author

240.00 ৳ 300.00 ৳ 240.0 BDT