Fazlur Rahman
ফজলুর রহমান কবি, গবেষক, ঔপন্যাসিক, ছােটো গল্পকার জন্ম : ০২ ফেব্রুয়ারি, পূর্বৰ্মজমপুর, কুষ্টিয়া পেশা অধ্যাপনা, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে শিক্ষা জীবন । এসএসসি : কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়; এইচএসসি : শােমসপুর আবু তালেব ডিগ্রি কলেজ; ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি ও একই বিশ্ববিদ্যালয় থেকে ‘তারাশঙ্করের ছােটোগল্পে প্রান্তিক চরিত্রের স্বরূপ' শীর্ষক গবেষণা অভিসন্দর্ভের জন্য অর্জন করেছেন এমফিল ডিগ্রি। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধীনে ‘সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসে ইতিহাসচেতনা' শীর্ষক অভিসন্দর্ভের ওপর পিএইচডি গবেষণারত। প্রকাশিত গ্রন্থ। কাব্যগ্রন্থ : বিনি সুতােয় গাঁথা (২০১৮)। গল্পগ্রন্থ : লালদিঘি ও একজন চিত্রশিল্পী (২০১৫) গহিনে দাগ (২০২০)। উপন্যাস : স্বপ্নঘুড়ি (২০১৪) সেতুবন্ধন (২০১৭) জল রঙের জীবন (২০১৯) মুঠোফোন : ই-