Gazi Faruk Ahmed Pritthi
গাজী ফারুক আহমেদ পৃথ্বী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বারাইশ গ্রামে। গাজী বাড়িতে ১৯৭৫ সালের ১লা জুন জন্মগ্রহণ করেন। বাবা মােহাম্মদ ফজলুর রহমান ও মা মনােয়ারা বেগম। তিনি বাংলা সাহিত্যে এমএ। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে জানার এক অদম্য কৌতুহল তার। দীর্ঘদিন যাবৎ লেখালেখির সঙ্গে জড়িত। তিনি বাংলা একাডেমি, ফ্লিম আই, হিউম্যান রাইটস রিভিউ সােসাইটি ও পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সেন্টারের সদস্য। কবিতা, শিশুসাহিত্য, ছােটোগল্প, উপন্যাস সহ সাহিত্যের সব শাখাতে তাঁর অবাধ পদচারণা। তার প্রকাশিত উপন্যাস ‘শ্রাবণের মধ্যরাতে’, ‘শ্যামল তালবন। ছােটোগল্পের বই ‘কালবেলার যাত্রী। শিশু-কিশাের গল্পগ্রন্থ ‘স্বপ্নপুরীর দেশে, ‘গল্পগুলাে ভূতের’, ‘ছােটোদের মজার মজার গল্প পাঠকপ্রিয়তা পেয়েছে। আশা করছি ছােটোগল্পের বই ‘চাদমুখ’ বইটিও পাঠকপ্রিয়তা পাবে।