Skip to Content
Filters

author.name

Habibullah Fahad

হাবিবুল্লাহ ফাহাদ ১৯৮৭ সালের ২৩ সেপ্টেম্বর জন্মগ্রহন করেন। পিতা ফিরোজ আহমেদ, মাতা মাহমুদা ফিরোজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে মাস্টার্স করেছেন। সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়েছেন। গল্প লিখছেন, লিখে যাবেন এমনটাই ইচ্ছে। প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে দানামাঝির বউ (গল্প), তিন যোদ্ধার মুখোমুখি, স্বকৃত নোমানের কথামালা গহিনের দাগ (সাৎক্ষাকার সংকলন)।

Books by the Author