Humayun Malik
হুমায়ূন মালিক জন্ম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শরীফগঞ্জ গ্রামে কৃষিজীবী পরিবারে। বাবা শিক্ষাবিদ। মালিক একইসঙ্গে বিএল ও এমএ (ঢাকা বিশ্ববিদ্যালয়) করার পর সাংবাদিকতা করেন বছর ছয়েক । এরপর সরকারি চাকরি, যুগপৎ ইনস্টিটিউট-বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা (খণ্ডকালীন)। সরকারি চাকরির ধারাবাহিকতায় দেড় দশক দুটি প্রতিষ্ঠানের প্রধান। বর্তমানে আইন পেশায় নিয়ােজিত। বসবাস ময়মনসিংহ শহরে। গল্প ও উপন্যাসসহ তাঁর গ্রন্থসংখ্যা একুশ লেখকের গ্রন্থসমূহ: গল্প: মৃত্যুঞ্জয়ের সপ্তম জন্ম (ইউপিএল), মায়াবাস্তবের আত্মকথন (আজকের কাগজ), ক্ষয়িষ্ণু মানবের পাের্টফোলিও (নবরাগ প্রকাশনী), প্ৰৌমযজ্ঞ (মিজান পাবলিশার্স), গােলাপ সংহিতা । (বিজয় প্রকাশ), মেঘমালা ও কাল-পুরুষ (জ্যোতি প্রকাশ), তৃতীয় তীরে ধস (জোনাকী প্রকাশনী), দেহ ও দেহাতীত (ঐতিহ্য), প্ৰৌম সংহিতা। (মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরােধী গল্প, জোনাকী প্রকাশনী), নির্বাচিত গল্প (আগামী প্রকাশনী)। উপন্যাস: দ্রোহী উত্তরসূরি (জোনাকী প্রকাশনী), বিনাশের মিত্রপক্ষ (পাঁচটি স্বল্পদৈর্ঘ্য উপন্যাস, । ইউপিএল), অতিমানবের ঈশ্বরবাসনা (জোনাকী প্রকাশনী), নপুংসকনামা (চন্দ্রদীপ), মুজিবপুরাণ (সময় প্রকাশন)।