Irfanur Rahman Rifat
ইরফানুর রহমান রিফাত অনুবাদকের পরিচিতি ইরফানুর রহমান রিফাত। নিজেকে একজন স্বপ্নবাজ তরুণ হিসেবে পরিচয় দিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দবােধ করেন। স্বপ্ন। দেখেন সাম্যের গান রচনা করার, স্বপ্ন দেখেন। সমাজের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলাে নিয়ে গল্প বলার, স্বপ্ন দেখেন নিজের লেখা গল্প দিয়ে মানবতার আলাে উজ্জ্বল করার, স্বপ্ন দেখেন বাংলা সাহিত্যের সিড়ি ব্যবহার করে নিজেকে অমর রাখার।