Skip to Content
Filters

author.name

Mahfuzur Rahman

মাহফুজুর রহমান কিশােরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরফরাদী গ্রামে জন্ম। অধ্যয়নস্থল পাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া পাইলট মডেল হাইস্কুল, ভৈরবের কে.বি. হাইস্কুল ও হাজী আসমত কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ফিলিপিন্স।। স্কুলজীবন থেকে লেখালেখির শুরু। নেশা। দেশভ্রমণ। বাংলাদেশের সকল জেলা এবং দর্শনীয় স্থান ভ্রমণ করেছেন। ঘুরে বেড়িয়েছেন অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সব মহাদেশ।। কল্পনার জগত তার খুব প্রিয়। মাঝেমধ্যে কল্পনার ভেলায় চড়ে তিনি ভেসে বেড়ান গ্রহ থেকে গ্রহান্তরে। তার লেখা বইগুলাের মধ্যে গুহা থেকে গ্রহান্তরে, পচ চিলতে ইউরােপ, গুড মর্নিং ফিলিপিন্স, উড়ে গেলাম ঘুরে এলাম, দুরবিনে দূরদেশে, টাকাসাহেবের গল্প, ভীনগ্রহে বসবাস উল্লেখ্যযােগ্য। স্ত্রী নাদিরা বেগম এবং তিনকন্যা কীর্তি, অর্থী ও শ্রেয়াকে নিয়ে তার একান্ত সুখের সংসার। কীর্তিসূত্রে এই সংসারে যােগ দিয়েছে মিতুল। ছােট্ট সুহৃদ এখন সকলের আদরের কেন্দ্রবিন্দু। তিনি ইতােমধ্যে অগ্রণীব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন।