Skip to Content
Filters

author.name

Manju Sarkar

মঞ্জু সরকার বাংলাদেশের কথাসাহিত্যে মধু সনাক্কারের দান স্বতন্ত্র বৈশিষ্ট্যে উজল । ১৯৮২-তে 'অবিনাশী আয়োজন' গল্প সংকলন প্রকাশের মাধ্যমে বাংলা। সাহিত্যে অভিষেক মাটি স্তার। নিরন্তর লেখালেখির ফসল তার সৃষ্টির ভুবনকে বৈচিত্রময় ও সমৃদ্ধ করে চলেছে এমণ্ডি। এ যাবৎ ছে?'টগল্প, উপন্যাস ও শিশুতোষ গ্রন্থ মিলিয়ে প্রকাশিত বই প্রায় পঞ্চাশটি। নথাসাহিত্য সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বল পেয়েছেন বাংলা কাজেমী পুরস্কার। অবিনাশী আয়ােজন” গল্পগ্রন্থের জন্যে ব্যাংক সাহিত্য পুরস্কার, আবাসভুমি” উপন্যাসের জন্যে ফিলিপস ও প্রতিমা উপাখ্যান' উপন্যাসের জন্যে পেয়েছেন আলাওল। সাহিত্য পুরস্কার। এ ছাড়া শিশুসাহিত্যে "তো] এক বীরপুরু' ও নান্টুর মেলা দেখা' উপন্যাসের জন্যে পেয়েছেন ২শ্রণী ব্যংক শিশু সাহিত্য পুরস্কার। ২০০৬ সালে রক্তরাষ্ট্রের আই এ বিশ্ববিদ্যালয় কর্তক ‘ইন্টান্যাশনাল রাইটিং শ্লোগ্রাম ষোলোশিপ প্রাপ্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র সরকারের খরচে তিন মাস আমেরিকা ভ্রমণ করেছেন। বর্তমানে দৈনিক ইত্তেফারু' পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে কর্মরত। মা সঞ্চারের এন্ম ১লা সেপ্টেম্বর ১৯৫৩, রংপুরে।