Skip to Content
Filters

author.name

Md. Enamul Haque

মো. এনামুল হক জন্ম ১৯৫৯ সালের ২৩ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন উজিরপুর ইউনিয়নের ছােট নম্পট গ্রামে। পদ্মার সর্বনাশা ভাঙনে গ্রামটি বর্তমানে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা চাপাইনবাবগঞ্জেই। অতঃপর রাজশাহী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ (সম্মান) ও এমএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। তিনি বিসিকের মহাব্যবস্থাপক হিসেবে ২০১৮ খ্রিষ্টাব্দে অবসর গ্রহণ করেন। তিনি মূলত মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস ও গণহত্যাবিষয়ক গবেষক। তবে অন্যান্য বিষয়েও লেখালেখি করে থাকেন। প্রকাশিত গ্রন্থ রাজশাহীতে মুক্তিযুদ্ধ, প্রতিরােধ যুদ্ধে রাজশাহী বিভাগ, চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধ ও একাত্তরে গণহত্যা : বৃহত্তর রাজশাহী জেলা। শখ : বই পড়া ও গান শােনা।