Md. Kamal Hossain
মাে: কামাল হােসেন কক্সবাজার জেলায় গত প্রায় তিন। বছর ধরে জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন। কক্সবাজারে বঙ্গবন্ধুর পদচারণার স্মৃতিচিত্র সংরক্ষণের দায়বদ্ধতা থেকেই মুজিব শতবর্ষে ‘মৃত্যুঞ্জয়ী মহানায়ক’ নামে এ স্মারকগ্রন্থ সম্পাদনা করেছেন। সাথে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ। বঙ্গবন্ধুকে নিয়ে প্রথিতযশা লেখকদের লেখা। কক্সবাজারে বঙ্গবন্ধুর দুর্লভ ছবি ও প্রাসঙ্গিক তথ্য নিয়ে। বইটি সম্পাদনা করা হয়েছে। সম্পাদক মাে: কামাল। হােসেন ঝালকাঠী জেলার বীর মুক্তিযােদ্ধা মরহুম আব্দুল জব্বার ফরাজীর জ্যেষ্ঠ সন্তান। অপার সম্ভাবনাময়। কক্সবাজার জেলার স্মৃতিময় ডকুমেন্টসমূহ নিয়ে। সম্পাদিত এ গ্রন্থ বঙ্গবন্ধুকে জানার সুযােগ সৃষ্টি করবে।