Skip to Content
Filters

author.name

Md. Nojibur Rahman

মোঃ নজিবুর রহমান মােঃ নজিবুর রহমান, জম্ম ৩১ ডিসেম্বর, ১৯৬০ সালে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ছাতকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (সম্মান) এবং এমএসএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কমনওয়েলথ স্কলারশিপ | (CSFP) নিয়ে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (ANU) থেকে উন্নয়ন প্রশাসনে পােস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এছাড় অস্ট্রেলিয়ান পার্লামেন্টে তিনি ইন্টার্ণশিপ সম্পন্ন করেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮২ নিয়মিত ব্যাচের এ কর্মকর্তার সততা, দক্ষতা, আন্তরিকতা ও সাহসিকতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাঁকে মুখ্য সচিব হিসেবে নিয়ােগ দান করেছেন। ১লা জানুয়ারি ২০১৮ থেকে তিনি এই পদে দায়িত্ব পালন করছেন। এর আগে সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (IRD) ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বাের্ড (NBR) এর দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্বে সুশাসন ও উন্নততর আধুনিক ব্যবস্থাপনা কাঠামাে প্রবর্তন করে পরপর তিন অর্থবছরে (২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭) রাজস্ব লক্ষ্যমাত্রা অতিক্রম করে এনবিআর। রাষ্ট্রের সর্ব ক্ষেত্রে রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠায় তার অনেক উদ্ভাবনী উদ্যোগ বিশেষ করে রাজস্ব সংলাপ, রাজস্ব হালখাতা, কর শিক্ষণ ফোরাম, ভ্যাট শিক্ষণ ফোরাম এবং ট্যাক্স আইডি কার্ড ব্যাপকভাবে প্রশংসা পেয়েছে সর্বমহলে। তিনি সচিব হিসেবে কাজ করেছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ে, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে এবং মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন পরিবেশ অধিদপ্তরে। তিনি কাজ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইকোনমিক মিনিস্টার, অর্থনৈতিক সামাজিক পরিষদে লিড ডেলিগেট এবং ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনওপিএস’র নির্বাহী বাের্ডের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশে ইউএনডিপির সহকারি আবাসিক প্রতিনিধি হিসেবে। তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ক গ্রীন ক্লাইমেট ফান্ড (GCF) এর বিকল্প সদস্য এবং জাতিসংঘের বিভিন্ন নেগােসিয়েশন রাউন্ডে সভাপতির দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসন, রাজউক, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD), স্থানীয় সরকার বিভাগ এবং মিয়ানমার ও ভিয়েতনামের বাংলাদেশ দূতাবাসে কাজ করা এ কর্মকর্তা সপ্তম জাতীয় সংসদের মাননীয় স্পীকার, বিশ্ববরেণ্য কূটনীতিবিদ মরহুম হুমায়ুন রশিদ চৌধুরীর সফল একান্ত সচিব ছিলেন। তার অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযােগ্য হচ্ছে ‘স্পীকার ও ন্যায়পালঃ নৈতিকতা ও সুশাসন, ইংরেজি ভাষায় প্রকাশিত বাংলাদেশে ন্যায়পাল-সুশাসনের পথে আরেক পদক্ষেপ’, ‘স্পীকারের স্বাধীনতা' ইত্যাদি। MDG, SDG ‘পল্লী উন্নয়ন’ রাজনৈতিক ইতিহাস এবং সাহায্য সমন্বয়’ বিষয় সম্পর্কে বেশ কয়েকটি মূল্যবান নিবন্ধ ইতােমধ্যে বিভিন্ন জার্নাল ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এছাড়াও শিল্প ব্যবস্থাপনা' শ্রম কল্যাণ এবং ‘পৌর প্রশাসন সম্পর্কে তাঁর একক এবং যৌথ রিসার্চ মনােগ্রাফ রয়েছে। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন।