Skip to Content
Filters

author.name

Mehrab Rahman

মেহরাব রহমান চট্টগ্রামের পাহাড়ঘেরা, সাগরবেষ্টিত মােহনীয় প্রকৃতির মাঝে কবি মেহরাব রহমানের জন্ম । কবির বিশ্বাস কবিতার প্রধান উপাদান ভালােবাসা মানুষের জন্য, ঈশ্বরের সৃষ্ট সকল সৃষ্টির জন্য। একটি সুস্থ, সুন্দর ও নির্মল সাংস্কৃতিক ঐতিহ্যর মধ্যে গড়ে উঠেছে কবির অমিয় জগৎ। তিনি যখন নবম শ্রেণিতে পড়েন তখন তাঁর প্রথম কবিতা ছাপা। হয় নবারুণ নামের সাহিত্য পত্রিকায়। সম্পাদক ছিলেন তাঁর এক প্রতিভাবান বন্ধু দুলাল বিশ্বাস। সেই থেকে কবির কবিতা লেখার এই অনন্ত যাত্রা। কবিতা ছাড়াও তিনি ছড়া, ছােটগল্প, গান ও কলাম লিখে থাকেন। কবি মেহরাব রহমান একজন দক্ষ অভিনেতাও বটে। তিনি এক যুগের অধিক সময় । ধরে ক্যানাডার নাগরিক হিসাবে স্ত্রী জাহানারা চিনু। এবং পুত্র অভীক রহমান সহ টরন্টো শহরে বসবাস করছেন।