Mir Humayun Kabir
মীর হুমায়ূন কবীরের জন্ম ১৯৮৬ সালের ৩০ অক্টোবর; পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাটিকাবাড়ি গ্রামে। পিতা : মীর হান্নানুর রহমান। মাতা : হাসিনা বানু।। শিক্ষাজীবন : সাঁড়া মাড়ােয়ারী উচ্চ বিদ্যালয়ে (ঈশ্বরদী) মাধ্যমিক (২০০১) এবং নিউ গভঃ ডিগ্রি কলেজ (রাজশাহী) থেকে উচ্চ মাধ্যমিক (২০০৩) পরীক্ষায় উত্তীর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে ২০০৭ সালে স্নাতক (সম্মান) এবং ২০০৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন। উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি অর্জন। ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধীনে এম ফিল ডিগ্রি লাভ । কর্মজীবন : ২০০৬ সালে বাংলাদেশে এফ এম রেডিওর সূচনালগ্নে রেডিও টুডে ৮৯.৬ এ উপস্থাপনার মাধ্যমে। কর্মজীবন শুরু। এরপর ঢাকা এফ এম ৯০.৪ এ সিনিয়র প্রযােজক হিসেবে দায়িত্বপালন। ২০১১ সালে ঢাকা সিটি কলেজে প্রভাষক পদে যােগদান। বর্তমানে পাবনা। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত। প্রকাশিত গ্রন্থ। গবেষণা গ্রন্থ- আনিস চৌধুরীর নাটক : জীবন ও শিল্প বেঙ্গল পাবলিকেশন্স, ঢাকা ২০১৭] সম্পাদিত গ্রন্থ- বনফুল : শ্রেষ্ঠ গল্প। [ভাষাপ্রকাশ, ঢাকা ২০১৬] জীবনী গ্রন্থ- রবীন্দ্রনাথ : তৃতীয় দশ বছর [মূর্ধন্য, ঢাকা ২০১২]