Skip to Content
Filters

author.name

Moinul Ahsan Saber

মঈনুল আহসান সাবের জন্ম ঢাকায়, ২৬ মে ১৯৫৮। পৈতৃক ভিটে একদা বরিশাল। ভাগ হয়ে যাওয়ার পর পিরােজপুর। দেশের বহু বহু জায়গায় যাওয়া হয়েছে, যাওয়া হয় নি ওই পিরােজপুরে। বাবার ফেলে আসা ভূমি সাজানাে আছে সাবেরের কল্পনায়। জন্মের পর এই ঢাকা শহরেই বেড়ে ওঠা, শিক্ষা ও কর্মজীবন। সংসারজীবনও। যদিও একসময় ইচ্ছা ছিল, থিতু হবেন না, পথে পথে থাকবেন, আজ এখানে তাে কাল ওখানে। প্রাতিষ্ঠানিক শিক্ষা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে তিনিও সেই ওদের মতাে, শিক্ষাপ্রতিষ্ঠান যত না টেনেছে যাদের, তার চেয়ে বেশি টেনেছে শিক্ষাপ্রতিষ্ঠানের চত্বর।। বড়দের জন্য প্রথম লেখা ১৯৭৪-এ। প্রকাশিত হয়েছিল সে সময়কার সাপ্তাহিক বিচিত্রায়। তারপর ৪১ বছর ধরে এই একটিই কাজ, বিরতিসহ ও বিরতি ছাড়া। প্রথম বই গল্পগ্রন্থ ‘পরাস্ত সহিস’ বেরিয়েছিল ১৯৮২ সালে। চাকরি না করে উপায় নেই। তাই করেছেন, সাংবাদিকতা। এখন অবশ্য বেকার। বেকার থাকার অভিজ্ঞতা তার আছে। বাসনা, বেকারই থেকে যাওয়ার। বেড়াতে ভালােবাসেন। একা থাকতেও। পুরস্কার পেয়েছেন সামান্য কিছু। বাপ্পি শাহরিয়ার শিশুসাহিত্য পুরস্কার, হুমায়ুন কাদির সাহিত্য পুরস্কার, ফিলিপস পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার, জেমকন সাহিত্য পুরস্কার, একুশে পদক ২০১৯। স্ত্রী নাহিদ নিগার, দু পুত্র আহসান সেনান ও আহসান সাজিদকে নিয়ে তার সংসার।