Moni Haider
অনুভূতির রঙিন রক্তপাতই গল্প। গল্পই মানুষের প্রথম শিল্প। শিল্পের যে কলায় গােক্ষর সাপ ফনা তােলে, আবার নৃত্য করে, সেই শিল্পের নাম গল্প। দীর্ঘ তিন দশকের কথাসাহিত্যিক মনি হায়দার গল্পে গল্পে খােদাই করেছেন স্বমহিমায় নিজের নাম গল্পের ভূগােলে, পাঠকের অন্তজমিনে। বিচিত্র বিভঙ্গে, আখ্যানের মায়াজালে, রক্তের অগ্ন্যুৎপাতে, অন্ধকার বিশ্বাসের প্রতিবিম্বে, ভালােবাসার চিমনিতে রেখে মধু, সর্বনাশের জুয়ায় জিতে এসে দেখেছেন সব মিথ্যা কুহক, ক্ষমতাই একমাত্র দ্রাক্ষারস... গল্পের আদিভূমিতে রেখেছেন সেই সবের নির্জলা বয়ান। মানুষের মধ্যে জটিলতার সরল গণিতে আমলকি কিভাবে গেড়ে থাকে, ফ্যান্টাসি' গল্পগ্রন্থের এগারটি গল্পের আখ্যানে পাওয়া যাবে জটিল জলের কান্না, মায়াবী আগুনের লেলিহান আগুনের সাধ, বিবর্ণ সকালে দুপুরের বজ্রপাত, শিকলে বাঁধা মােহান্ধ ফুলের নির্ফাম ঘ্রাণ, লােলুপ চুম্মনের আগ্রাসী হাহাকার আর বয়ে যাওয়া নদীর রক্তস্রোত। ফ্যান্টাসি' গল্পটি মানব সংসারে নারী পুরুষের আত্মপ্রতারণার নির্মোহ দলিল। আলাদা করে লিখলে বইয়ের প্রতিটি গল্প- সােনায় মােড়ানাে সর্বনাশের হাসি। ফ্যান্টাসি' গল্পবইয়ের গল্পগুলাে পাঠকের আত্মায় ঢালবে অনলের জল, বাতাসহীনতায় নাড়বে বেয়াহা কল...