Mossarof Hossain Bhuiya
মোশাররফ হোসেন ভূঁইয়া ণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব মােশাররফ। হােসেন ভূঁইয়ার পৈত্রিক নিবাস নরসিংদী জেলা ও সদর উপজেলার বালুসাইর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮১ সালের ৩০ জানুয়ারি সরকারি চাকরিতে যােগদান করেন। আমেরিকা যুক্তরাষ্ট্র সরকারের বৃত্তি নিয়ে ১৯৯১-৯২ সনে ম্যাসাচুসেটস্ অঙ্গরাজ্যের উইলিয়াম কলেজ থেকে উন্নয়ন অর্থনীতি বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। বাণিজ্য, শিক্ষা, পানি সম্পদ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বিভিন্ন পদে কাজ করে ২০১০ সনের ফেব্রুয়ারি মাসে যােগাযােগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব পদের দায়িত্বপ্রাপ্ত হন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য পদে কর্মরত।