Mustafiz Shafi
মুস্তাফিজ শফি লেখালেখি শুরু নব্বইয়ের দশকে কবিতা দিয়ে। সক্রিয় রয়েছেন সাহিত্যের নানা মাধ্যমে। সাংবাদিক হিসেবে এক নামে পরিচিত। দৈনিক সমকালের নির্বাহী সম্পাদক। প্রকাশিত বইয়ের সংখ্যা চৌদ্দ। তার সাংবাদিকতা বিষয়ক বই পড়ানো হয় বিশ^বিদ্যালয় পর্যায়ে। ১৯৭১ সালের ২০ জানুয়ারি সিলেটের বিয়ানীবাজারে জন্ম। লেখালেখির শুরুও সেখান থেকেই। পৈতৃক বাড়ি লাউতা ইউনিয়নের আষ্টসাঙ্গন গ্রামে। ওই অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সফিক উদ্দিন আহমদ তার বাবা। মা মরহুমা জয়গুন নেসা। ছয় ভাইবোনের মধ্যে পঞ্চম। ব্যক্তিগত জীবনে বিবাহিত। স্ত্রী নূরজাহান আক্তার। দুই সন্তান- রূপকথা ও ঋদ্ধ । প্রকৃতির সঙ্গে থাকা, বাগান করা ও চিত্রকর্ম সংগ্রহ তার অন্যতম শখ। ভালবাসেন আড্ডা দিতে। সময় পেলে মাঝে মাঝে ছবিও আঁকেন।