Pranta Ghosh Dastider
প্রান্ত ঘোষ দস্তিদার জন্ম ও বেড়ে ওঠা ব্যস্ত শহর ঢাকার বুকে। ছড়া-কবিতা, গল্প-উপন্যাস, নাটক, সাহিত্যের প্রভৃতি শাখায় হানা দিয়েছেন ব্যক্তিগত ভালবাসা থেকে। তার প্রকাশিত একক। গ্রন্থগুলাের মধ্যে রয়েছে—‘আষাঢ়ে গল্প, ‘মাস্টার প্ল্যান’, ‘দুঃস্বপ্ন এবং অনুবাদ ‘শার্প অবজেক্টস’, ‘স্যাড সাইপ্রেস’, ‘দ্য ফলস প্রিন্স, ‘ফাইভ লিটল পিগস। বর্তমানে একাধিক সামাজিক, রােমাঞ্চ ও ফ্যান্টাসি উপন্যাসের কাজ করছেন তিনি।