Skip to Content
Filters

author.name

Ranbir Chakrabarti

রণবীর চক্রবর্তী জন্ম ১৯৫৩, কলকাতায়। শিক্ষা: হিন্দু স্কুল, সংস্কৃত কলেজ; কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। পেশা: শিক্ষকতা ও গবেষণা। এ পর্যন্ত পড়িয়েছেন। বিশ্বভারতী, বর্ধমান, কলকাতা ও মায়ামি। ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে প্রফেসর অব এনশেন্ট হিস্ট্রি। বিবিধ গবেষণাবৃত্তি পেয়েছেন লন্ডন, কেমব্রিজ, অক্সফোর্ড এবং ফ্লোরিডা ইন্টারন্যাশনাল। বিশ্ববিদ্যালয়ে। আন্তর্জাতিক আলােচনাচক্রে নিয়মিত যােগদান। গবেষণার প্রিয় বিষয় প্রাচীন ভারতের। সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস, বিশেষত ভারত মহাসাগরে প্রাচীন আমলের বাণিজ্যের ইতিহাস। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ: Warfare for Wealth: Early Indian Perspective, কলকাতা ১৯৮৬; A Sourcebook of Indian Civilization (সহযােগী সম্পাদক) হায়দ্রাবাদ ২০০০; Trade in Early India, দিল্লি, ২০০১ (সম্পাদক); Trade and Traders in Early Indian Society, The ২০০২; সমাজ সংস্কৃতি ইতিহাস: অধ্যাপক অশীন দাশগুপ্ত স্মারক গ্রন্থ (অন্যতম সম্পাদক), কলকাতা ২০০০। গবেষণাধর্মী প্রবন্ধ ইংরেজি ও বাংলায় নিয়মিত লেখেন। ২০০১ সালে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ আয়ােজিত বার্ষিক সম্মেলনে প্রাচীন ভারত শাখার সভাপতি।

Books by the Author