Ranjit Deb
রজজিৎ দেব কবি গবেষক ও প্রখ্যাত সাহিত্যিক রণজিৎ দেব-এর শৈশব কেটেছে গ্রামে। অল্প বয়স থেকেই তাঁর কবিতা ও প্রবন্ধের জগতে বাস। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ.। ১৯৬৪ সাল থেকে ত্রিবৃত্ত পত্রিকার সম্পাদকের পদে বৃত আছেন। বর্তমানে প্রধান সম্পাদক। এক সময় 'দৈনিক ত্রিবৃত্ত' পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন। ৫৫ বৎসরের ত্রিবৃত্ত-এর ইতিহাসে অনেক মূল্যবান প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেই বাছাই লেখাগুলি একত্র করেই এই গ্রন্থটির প্রকাশ। ইতিপূর্বে তাঁর ৩০টি প্রবন্ধগ্রন্থ, ১০টি কাব্যগ্রন্থ এবং একটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির ইতিহাস, সমাজ জীবন, আদিবাসী সংস্কৃতি, লোককথা, লোকসংস্কৃতি প্রভৃতি বিষয়ের উপর কাজ করা জীবনের পরমব্রত হিসেবে বেছে নিয়েছেন তিনি। ইতিমধ্যেই বহু পুরস্কারের অধিকারী লেখক উত্তরবঙ্গের কৃষ্টি সম্পদকে ভালোবাসার মাধ্যমেই সমগ্র জীবনটা কাটিয়ে দিতে চান।