Skip to Content
Filters

author.name

Ruhul Amin

রুহুল আমিন জন্ম ১৯৮১ সালে, সমুদ্র আর পাহাড়বেষ্টিত চট্টগ্রাম শহরে। লেখালেখির স্বপ্নের গল্পটা শুরু সেই বিশাল বিশাল পাহাড় আর বিস্তৃত সমুদ্র দেখে। ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করে প্রজাতন্ত্রের চাকরি নিয়ে সেই স্বপ্ন থমকে থাকে দীর্ঘকাল। ২০২০-এর বইমেলায় ব্যাপক পাঠক সমাদৃত গল্পগ্রন্থ ‘মধ্যবিত্ত’ দিয়ে শুরু হয় সেই স্বপ্নের আলো স্পর্শ করার যাত্রা। লেখকের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘পিতা’ যেন সেই আলোর স্রোতের তীব্রতা পায়। এই আলোর স্পর্শ নিয়ে লেখক লিখে যেতে চান আমার গল্প, আপনার গল্প, আমাদের গল্প।