S. M. Shamsul Alam
স.ম. শামসুল আলম ১৯৬২ সালের ২৫ আগস্ট জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন শিকজান গ্রামে। পিতা। এস. এম. শাহজাহান আলী এবং মাতা সালেহা শাহজাহান। তিনি ১৯৭৯ সাল থেকে লেখালেখি শুরু করেন। এবং সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবাধ বিচরণ প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৭১। উল্লেখযােগ্য গ্রন্থের। মধ্যে রয়েছে- হিংসার নক্ষত্র এক, দাড়াবার পা। কোথায়, একদিন বুকজলে নেমে, চমকে ওঠে। চোখের হাসি, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের খসড়া, অচল পা, খাস কামরা, নিড়ানি ও শােকগুচ্ছ, আমার মনের আকাশ জুড়ে, মায়ের অলংকার,। হেসে ফাটে দম, আব্দুর ফিরে আসা, আমার দেশের মনের সাথে, বাবার কবর, মিরধা ভাইয়ের। মজার কীর্তি, শব্দরম্য, নতুন রঙে আঁকা, স্বাধীন। স্বাধীন স্বপ্নগুলাে, গল্প নাচে ছডার গাছে গল্পের গাড়ি মিরধা ভাই, চমক দেব ধমক দেব, শরম দেব। গরম দেব, ঝলক দেব বলক দেব, স্বপ্নভূমি, সমকলম, ছড়াসমগ্র, কিশাের কবিতা সমাহার, কিশাের গল্প সমাহার, নির্বাচিত গল্প, কিশােরসমগ্র, আমার বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুসমগ্র প্রভৃতি।বর্তমানে তিনি নির্মাণ ও আবাসন ব্যবসার সাথে। জড়িত। শিশু-কিশাের সংগঠন আনন ফাউন্ডেশনের। প্রতিষ্ঠাতা সভাপতি।