Skip to Content
Filters

author.name

Saleha Chowdhury

সালেহা চৌধুরীর জন্ম বাংলাদেশের রাজশাহীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়াতেন। ১৯৭২ সাল থেকে আছেন লন্ডনে। লন্ডনে স্কুলের শিক্ষকতার পদ থেকে অবসর গ্রহণ করেছেন। ছােট গল্প, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ গ্রন্থ, কবিতা, ছড়া, শিশুসাহিত্য সাহিত্যের। প্রায় সব শাখাতেই নিজস্ব স্বাক্ষর । রেখেছেন। গ্রন্থসংখ্যা ষাটের অধিক। বাংলা একাডেমি পুরস্কার, অনন্যা, লেখক সংঘ পুরস্কার, আশরাফ সিদ্দিকী সােনার মেডেল সহ নানাবিধ পুরস্কার ও সম্মানে ভূষিত। ইংরেজি কবিতা লিখে ওয়াশিংটন ডি সি থেকে পুরস্কৃত। স্বামী তােফাজ্জল হােসেন চৌধুরী ছিলেন তার লেখার সবচাইতে বড় পাঠক, নিরন্তর উৎসাহ দিয়ে গেছেন তাকে। ২০১২ সালে তিনি মারা যান। ছেলে আশিক চৌধুরী (দিশা) ও মেয়ে নাজমুন সেহার চৌধুরী (দিঠি)