Skip to Content
Filters

author.name

Sejan Mahmud

সেজান মাহমুদ একজন বাংলাদেশি-বংশোদ্ভূত আমেরিকান সাহিত্যিক, গীতিকবি, ছড়াকার এবং কলামিস্ট। পেশাগতভাবে তিনি একজন চিকিৎসা বিজ্ঞানী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডা কলেজ অব মেডিসিনে অধ্যাপক এবং সহকারী ডিন হিসাবে কর্মরত আছেন। চিকিৎসক হিসেবে সেজান তার পেশাগত জীবন শুরু করেন বারডেম-এ স্বাস্থ্যশিক্ষা বিভাগে। এরপর আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের ফেলোশিপ নিয়ে হার্ভার্ড মেডিক্যাল স্কুলে যান ও এম.পি.এইচ. এবং পিএইচ.ডি. ডিগ্রি লাভের পর তিনি ওহাইও মেডিক্যাল ইউনিভার্সিটি ও বোউলিং গ্রীন স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনা শুরু করেন। বর্তমানে তিনি আমেরিকার ফ্লোরিডা অংগরাজ্যে মেডিসিনের অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। ছড়াগ্রন্থ হাবিজাবি লেখার মাধ্যমে ১৯৮৮ সালে তিনি সাহিত্য জগতে আত্নপ্রকাশ করেন এবং প্রথম গ্রন্থের জন্যেই বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক প্রদত্ত 'অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার' লাভ করেন। তার লেখা 'পায়ের নিচে এভারেস্ট' বাংলাদেশ টেক্সট বুক বোর্ড ষষ্ঠশ্রেনীর পাঠ্য বইতে অন্তর্ভুক্ত হয়েছে ১৯৯৬ সালে। মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডোদের গৌরবজনক ভূমিকার কাহিনী নিয়ে লেখা ‘অপারেশন জ্যাকপট’ ১৯৯১ সালে প্রকাশিত হলে সুধীমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়। নিরিক্ষাধর্মী জাদুবাস্তবতা আর সাইকোএনালিটিক উপন্যাস 'অগ্নিবালক' প্রকাশিত হয় ২০০৯ সালে যা সাহিত্য সমালোচকদের দ্বারা প্রসংশিত হয়।