Shahjahan Kibria
শাহজাহান কিবরিয়া জন্ম ১৯৪১ সালে নােয়াখালী শহরে। শৈশব ও কৈশাের কেটেছে মাইজদী কোর্টে। ১৯৫৭ সালে নােয়াখালী জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস। ১৯৬০ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আইএ, ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে বিএ সম্মান এবং ১৯৬৪ সালে বাংলা সাহিত্যে এমএ। দৈনিক সংবাদ পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু। পরে বাংলা একাডেমি এবং সব শেষে বাংলাদেশ শিশু একাডেমিতে পরিচালক পদে কর্মরত ছিলেন। হশিশুসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০১৫ সালে বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, ২০১০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, পালক সাহিত্য পুরস্কার এবং অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার লাভ। করেন। শাহজাহান কিবরিয়ার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৪৫। সহজ-সরল সাহিত্য উপাদান ও শানিত নির্মাণশৈলী তার রচনার প্রাণ। তিনি একদিকে নিজস্ব মৌলিক রচনার মধ্য দিয়ে বাংলার শিশুকিশােরদের হৃদয় জয় করেছেন। অন্যদিকে বিদেশি রূপকথা ও লােককাহিনি অনুবাদ করে আমাদের শিশুসাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। এছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক গল্প ও উপন্যাস গ্রন্থ রচনা করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখেছেন।