Shilpi Rahman
শিল্পী রহমান অস্ট্রেলিয়াতে বসবাসকারী একজন বাংলাদেশী। জন্ম ঢাকায়। শিল্পী রহমান দীর্ঘ ৩২ বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে আছেন। পেশায় কাউন্সেলর বা সাইকোথেরাপিস্ট। মানবতাবাদ | শিল্পী রহমান মননে একজন শিল্পী সর্বক্ষেত্রেই। মানুষকে ভালােবাসেন সবকিছুর ঊর্ধ্বে। জাতি-ধর্ম-বর্ণ | নির্বিশেষে সকল স্তরের মানুষকে শ্রদ্ধা এবং প্রকৃত মর্যাদা দেয়াকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। মানুষে মানুষে যে বৈচিত্র্যতা নিয়ে ভাবতে এবং লিখতে ভালােবাসেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে যুদ্ধোত্তর জীবন সংগ্রাম নিয়ে উপাখ্যান যুদ্ধ শেষে যুদ্ধের গল্প’ বেশ নাড়া দিয়েছে দেশ-বিদেশের পাঠকমহলকে। তার লেখা কবিতার বই ‘পাহাড় হবাে’ এবং ‘পথের অপেক্ষা নিখুঁতভাবে ছুঁয়ে যায় মানুষের সূক্ষ্ম অনুভূতি। কাউন্সেলিং নিয়ে লেখা তার তুমুল পাঠকপ্রিয় বই ‘মনের ওজন : মানসিক অসুস্থতায় কাউন্সেলিংয়ের প্রয়ােজনীয়তা।