Souro Shine
সৌর শাইন জন্ম ১৯৯৫ সালের ২৫ শে জানুয়ারি, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঘােরশ্বাব গ্রামে। পিতার নাম। হারুন অর রশিদ ও মাতার নাম শাহিনা আক্তার। শৈশবে ঘােরশ্বাব গ্রামেই বেড়ে ওঠা।। লেখালেখিতে অফুরন্ত ভালােলাগা ও উৎসাহের উৎস মা, শিক্ষক ও বন্ধুরা। প্রিয় ফুল কদম ও বকুল। তার ভালাে লাগে না যুদ্ধবাজ পৃথিবীকে।। সৌর শাইন ২০১০ সালে রামপুর হাইস্কুল থেকে এস.এস.সি ও ২০১৩ সালে বঙ্গতাজ মহাবিদ্যালয় থেকে এইচ.এস.সি পাশ করেন। বর্তমানে তিনি ঢাকা কলেজে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় স্কুল ম্যাগাজিনে প্রথম লেখা প্রকাশ পায়। ২০১০ সালে ইন্টারন্যাশনাল এঞ্জেল এ্যাসােসিয়েশনের “বিচ্ছুরণ” ম্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশিত হয়। বঙ্গতাজ কলেজে অধ্যয়নকালে “ফাল্গুন কাব্য” নামে একটি ম্যাগাজিন সম্পাদনা করেন। দেশের বিভিন্ন পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হচ্ছে নিয়মিত। “শিপু যাবে মহাকাশে কিশাের উপন্যাসটি তার প্রকাশিত প্রথম গ্রন্থ।