Sunirmal Chakrabarti
সুনির্মল চক্রবর্তীর জন্ম ২রা অক্টোবর, ১৯৫৩ সালে, ঢাকায়। পিতা শান্তিরঞ্জন চক্রবর্তী, মাতা গীতারানি চক্রবর্তী। ছাত্রাবস্থায় প্রথম কবিতা প্রকাশিত হয় বিদ্যায়ের বিষাণ পত্রিকায়। গল্প প্রকাশিত হয় ছােটোদের পত্রিকা শিশুমেলায়। শিক্ষা; বিকম (অনার্স), এমকম, এলএলবি, ডিবিএম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। প্রধানত ছােটোদের জন্য ছড়া, কবিতা, গল্প, রূপকথা, উপকথা ও অনুবাদে তার বইয়ের সংখ্যা একশ ছাড়িয়েছে। তার লেখা উল্লেখযােগ্য বইগুলাে হলাে: খাতার পাতায়, গুড়গুড়িয়ে তরতরিয়ে, কদমঠাপা, হলুদ পাখি, মেয়েটির নাম চন্দনা, উরশিমা, তানাবাতা, পাখির বন্ধু ইদুর, বেড়ালের বন্ধু, নব কথামালা, স্বপ্নবিলাসী পাখি, বটকেষ্টবাবুর ছাতা, নতুন গ্রহে যতীনবাবু, এস্কিমােদের রূপকথা, ছিল একটা এবং পদ্যে সহজ পাঠ। তার লেখা ছােটোদের বই অনূদিত হয়েছে হিন্দি ও ইংরেজি ভাষায়।। পেয়েছেন শিশুসাহিত্যের অনেকগুলাে পুরস্কার।