Skip to Content
Filters

author.name

Umme Maisun

Umme Maisun উম্মে মাইসুন একজন ভিডিও ব্লগার। বাংলা মাধ্যমের ছাত্রী হয়েও সে বাচ্চাদের শেখায় ইংরেজি। তৃতীয় শ্রেণিতে পড়া অবস্থাতেই লিটল মাস্টার হিসেবে খ্যাতিলাভ করে। নিজের ব্লগিংয়ের পাশাপাশি বর্তমানে যুক্ত আছে রবি টেন মিনিট স্কুলের সঙ্গে। বাচ্চাদের জন্য ফেসবুক পেজে ও ইউটিউবে স্পোকেন ইংলিশের ভিডিও তৈরি করে চলেছে সে। চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে মাইসুন। মা-বাবার সঙ্গে থাকে জামালখান এলাকায়। মাইসুন গণিতও পছন্দ করে। মুহম্মদ জাফর ইকবাল তার প্রিয় লেখক। ‘ভূতের বাচ্চা কটকটি’, ‘রিটিন’, ‘আমার সাইন্টিস মামা’ ইত্যাদি তার প্রিয় বই। স্পাইডারম্যান, হ্যারি পটার দেখতে সে পছন্দ করে। জেরেনিমো স্টিলটন ও প্রিন্সেস ডায়েরিজের সিরিজ বইগুলোও তার প্রিয়। মাইসুন জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। নিজেদের কাজ দিয়ে বিশ্ব বদলাচ্ছে এমন শিশুদের নিয়ে অনলাইনে একটি ওয়েবিনারের আয়োজন করে ‘অ্যাওয়ার্নেস ৩৬০’ নামের একটি আন্তর্জাতিক সংগঠন। আফ্রিকা থেকে এশিয়া, ক্যারিবিয়ান থেকে আমেরিকা-এমন দেশের সাতজন খুদে জাদুকর অংশ নেন ওই ওয়েবিনারে। সেখানে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে মাইসুন।