Skip to Content
Filters

author.name

অজু মুখোপাধ্যায়

অজু মুখোপাধ্যায় একজন দ্বিভাষিক কবি ও কথা সাহিত্যিক। তাঁর জন্ম কলিকাতায় I কর্মজীবনে ভারতের একটি জাতীয় ব্যাংকে উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। সর্বোপরি তিনি জগদগুরু পুরুষোত্তম শ্রী অরবিন্দের ও জ্যোতিরুত্তমা সচ্চিদানন্দময়ী শ্রীমার একজন একনিষ্ঠ ভক্ত। তাঁদের জীবনদর্শন ও নানা সৃষ্টি নিয়ে প্রচুর লিখেছেন তিনি বর্তমানে পণ্ডিচেরীর নিজস্ব নিলয়ে অবসর জীবন কাটালেও বিভিন্ন বিষয়ে তাঁর লেখালেখি থামেনি। বহুদেশ ঘুরেছেন। তাঁর ভ্রমণের মানচিত্র থেকে স্নিগ্ধ শ্যামল বাংলাদেশও বাদ যায়নি। চট্টগ্রাম শহর, কক্সবাজার ও পার্বত্য জেলা রাঙামাটিতেও তিনি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। তিনি শুধু দ্বিভাষিক কবি নন, একাধারে কাহিনীকার ও বিশিষ্ট নিবন্ধকার। তাঁর লেখার বিষয়ের মধ্যে রয়েছে ভ্রমণ কথা, স্বাস্থ্য, সাহিত্য ও সংস্কৃতি, প্রকৃতি ও পরিবেশ, লোক উৎসব, প্রাণী জীবন ও আধ্যাত্মিকতা ইত্যাদি। বস্তুত: নানাভাবের তাঁর রচনাগুলি সুসমৃদ্ধ হৃদয়গ্রাহী। ইংল্যান্ডের মাঞ্চেস্টার শহরের Writers Bureau কর্তৃক তিনি পেশাদার লেখক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাঁর কবিতার জন্য তিনি বহুবার পুরস্কৃত হয়েছেন। Poet's International তাঁকে ২০০৩ সালের শ্রেষ্ঠ কবির সম্মান প্রদান করেছেন। Research Board of American Biographical Institute তাঁকে সদস্য মনোনীত করেছে। তিনি একজন প্রকৃতি প্রেমিক। পশু-পাখি ভালবাসেন। শ্রীঅরবিন্দ সোসাইটি বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের বার্ষিক মুখপত্র “শ্রীঅরবিন্দায়ন” এবং শ্রীঅরবিন্দ মাতৃ মন্দির এডুকেশন এণ্ড কালচারাল সেন্টার, শাকপুরা, চট্টগ্রাম এর বার্ষিক ‘নির্মাল্য’ এর তিনি একজন নিয়মিত লেখক। বিশ্বের বিভিন্ন দেশের সাময়িকী ও পত্র-পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হচ্ছে। সম্পাদনাও তাঁর কর্মের অন্তর্ভূক্ত। এ পর্যন্ত বাংলায় ১২টি ও ইংরেজী ভাষায় ১৩টি বই বেরিয়েছে তাঁর।

Books by the Author