Skip to Content
Filters

author.name

অধ্যাপক ডা. নজরুল ইসলাম

অধ্যাপক ডা. নজরুল ইসলাম মেডিকেল কলেজের ছাত্রাবস্থায়ই লেখালেখি করতেন। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন মুক্তিযুদ্ধ নিয়ে তার রয়েছে ব্যাপক পড়াশোনা । তার অবসর সময় কাটে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহ ও অসহায় রোগীর চিকিৎসা সেবা দিয়ে। রাজনীতি সচেতন নাগরিক হিসেবে তিনি মুক্তিযুদ্ধকে নিয়েও গবেষণা করছেন। তার ভবিষ্যত পরিকল্পনায় রয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে তৃণমূলে প্রতিষ্ঠা করা। ইতোমধ্যে তার প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে ‘মহানায়কের মহাকাব্য’, 'মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল’, ‘কেন তিনি জাতির পিতা’, ‘হাড় সুস্থ রাখুন ভাল থাকুন'। '৩৬৫ দিন' তাঁর প্রকাশিত ৫ম গ্রন্থ। দেশ বিদেশের বিভিন্ন জার্নালে তিনি স্বাস্থ্য বিষয়ক লেখালেখি করছেন বেশ কিছুকাল থেকে।