অনল রায়হান
অনল রায়হান শহীদ চলচ্চিত্রকার, সাহিত্যিক জহির রায়হান ও মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রশিল্পী সুমিতা দেবীর সন্তান। সাংবাদিকতা দিয়ে পেশাগত জীবনের শুরু। পরবর্তীকালে বিজ্ঞাপনী সংস্থা, টেলিভিশন ও এনজিওতে কাজ করেছেন। বর্তমানে টেক্সটাইল শিল্পের সঙ্গে জড়িত। প্রথম উপন্যাস অন্ধকারের কুশীলব প্রকাশিত হয় গত শতকের নব্বইয়ের দশকে। দীর্ঘ বিরতির পর বের হয় দ্বিতীয় উপন্যাস হঠাৎ বাবার পঁচিশ পাতায়।