অনিন্দিতা গোম্বামী
অনিন্দিতা গোস্বামী। গল্পকার ও ঔপন্যাসিক। জন্ম নদিয়ার কৃষ্ণনগরে। বর্তমানে থাকেন কল্যাণীতে। বিদ্যালয় জীবনে কবিতা লেখার শুরু। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ১৯৯৫ সালে প্রথম কবিতার বই প্রকাশ। দেশ, সানন্দা, কৃত্তিবাস, কবিতাপাক্ষিক, কবি সম্মেলন ইত্যাদি নানা পত্র-পত্রিকায় কবিতা প্রকাশ। ২০০৬ সালে আনন্দবাজার পত্রিকার নবান্ন'তে গল্প প্রকাশের মাধ্যমে গদ্যসাহিত্যে আত্মপ্রকাশ। আনন্দবাজার, সানন্দা, দেশ, সাপ্তাহিক বর্তমান, সুখীগৃহকোণ, আজকালসহ অসংখ্য পত্র-পত্রিকায় প্রকাশিত প্রায় দেড় শতাধিক গল্প। আধুনিক বাংলা গল্প সংকলনসহ নানা সংকলনে স্থান পেয়েছে তার গল্প