অনিমেষ বিজয় চৌধুরী
অনিমেষ বিজয় চৌধুরী সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান গীতবিতান বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ।ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসংগীতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে রবীন্দ্রসংগীতের শিল্পী ও শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হলেও বিভিন্ন ধারার বাংলাগান ও লোকসংগীতের চর্চায় নিরলস নিবিষ্ট; পাশাপাশি নানা শৈলীর গানে সুরারোপ ও সংগীত পরিচালনার কাজ করছেন। বাংলাদেশ শিশু একাডেমি, সিলেটের সিনিয়র সংগীত প্রশিক্ষক। জেলা শিল্পকলা একাডেমি, সিলেটের উচ্চাঙ্গ সংগীতের প্রশিক্ষক হিসেবে দীর্ঘদিন যুক্ত ছিলেন। বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র থেকে প্রচারিত সংগীত শিক্ষার আসর 'সারেগামা' অনুষ্ঠানে সংগীত প্রশিক্ষণের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেট শাখার বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অনিমেষ বিজয় চৌধুরী ১৯৮০ সালের ৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। সংকলন ও সম্পাদনা করেছেন অনিন্দ্য সুষমার কবি রাধারমণ (২০২১), গীতিসুধার সুষমা (২০২৩), গীতিচর্চা- ২ (২০২৪)